সোশ্যাল মিডিয়া ডেস্ক

০২ অক্টোবর, ২০১৭ ১৯:০৩

‘সোভিয়েত ভেঙ্গেছে, জসিমউদ্দিন মন্ডল ভাঙ্গেন নাই’

চলে গলেনে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মন্ডল (৯৭)। সোমবার ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সিপিবি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এই বিশিষ্ট শ্রমিক নেতার মৃত্যুতে লেখক হাসান মোরশেদ তাঁর ফেসবুকে লেখেন-

জসিম উদ্দীন মন্ডলের পেছনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম আমরা দুজন ১৯৯২ সালে। দুজনের একজন এখন আর্মির হাফ কর্ণেল, আরেকজন এখন আমি।

মন্ডল তখন হাতে লাঠি নিয়ে ঘুরতেন। সোভিয়েত ভেঙ্গেছে তখন, কমিউনিষ্ট পার্টি। মন্ডল ভাঙ্গেন নাই, ছোটলোকের পোলা ছিলেন তো। মুসলিম লীগার জমিদার বাপের আদুরে কমিউনিষ্ট পুত্র ছিলেন না।

আরো অনেকদিন পরে, অনলাইনে এক তরুন বামপন্থী বন্ধু বলছিলেন- জসিমউদ্দীন মন্ডলদের ত্যাগ অস্বীকার করা যাবে না, তবে এরা ঠিক 'শিক্ষিত' সমাজতান্ত্রিক হয়ে উঠতে পারেননি। বন্ধুটি ছাত্রজীবনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করতেন, বর্তমানে বিজ্ঞাপন ও প্যাকেজ নাটক করেন।

জসিমউদ্দিন মন্ডল ঘুমিয়ে পড়েন।

আপনার মন্তব্য

আলোচিত