মুন্না চৌধুরী

১০ জানুয়ারি, ২০১৮ ১৬:৪২

হারানো কর্মীর হিসাব কি আছে ছাত্রলীগের?

শিবিরের যে কর্মীগুলো প্রতিপক্ষ ছাত্রসংগঠনের হাতে খুন হয় তাদের একটা হিসেব থাকে। স্বাধীনতার পর ছাত্রলীগের খুন হওয়া কর্মীদের সংখ্যা কি জানা আছে কেন্দ্রের?

কতজন কর্মী হারিয়েছে ছাত্রলীগ?

ছাত্রদল, ছাত্রশিবির, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী কোন সংগঠনের হাতে কতজন খুন হয়েছে তার তালিকা কি আছে ছাত্রলীগের?

আমার মনে হয় অভ্যন্তরীণ কোন্দলেই সবচেয়ে বেশি কর্মী হারিয়েছে ছাত্রসংগঠনটি।

বাঙালি জাতির স্বাধিকারের আদায়ের আন্দোলনের সবগুলো ধাপেই ছাত্রলীগের নাম গৌরবের সাথেই জড়িয়ে আছে। অথচ এখন খুনখারাবি অব্যাহত হারে চলেছে এখন। আদর্শের চেয়ে পেশিশক্তি প্রদর্শনই এখন মনে হয় মুখ্য।

এখনও নিবেদিত প্রাণ কর্মী আছে সংগঠনটির, আছে আদর্শবাদী কর্মী।

স্বাধীনতার স্বপক্ষের সবচেয়ে বড় এই ছাত্রসংগঠনে আদর্শবাদীদের সংখ্যা বাড়বে এটাই কাম্য।
মুন্না চৌধুরী: অনলাইন এক্টিভিস্ট।

আপনার মন্তব্য

আলোচিত