সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০১৮ ০৩:৩৫

রোহিঙ্গাদের জন্যে সাহায্য চাইলেন রোনালদো

নিজের সন্তানদের ছবি পোস্ট করে রোহিঙ্গাদের জন্য সাহায্য চেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থী আশ্রয়কেন্দ্রের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন বিশ্বসেরা এই ফুটবলার।

সেই ছবির পাশাপাশি নিজের চার সন্তানের ছবিও পোস্ট করেছেন পর্তুগিজ রিয়াল মাদ্রিদের তারকা। দেখলে মনে হয়, একজন রোহিঙ্গার সন্তান আর রোনালদোর সন্তানদের মধ্যে কোনো পার্থক্য নেই! সেই পোস্টে রোনালদোর লেখা পড়লেও এটাই মনে হয়!

রোনালদো ছবি দুটির ওপরে সংযুক্ত করেছেন দাতব্য সংস্থা 'সেভ দ্য চিলড্রেন'-এর একটি লিংক। সেখানে 'ক্লিক' করলে সেই ছবির বাবা (সাইফ) এবং তার দেড় বছর বয়সী ছেলের (শফিক) পরিচয় মেলে। পাশে লেখা, মিয়ানমারের উত্তর রাখাইন প্রদেশে লোমহর্ষক আগ্রাসন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় সাড়ে ছয় লাখ শিশু ও পরিবারের অংশ ওরা দু'জন। এই বিশাল শরণার্থীর জন্য সাহায্য চাওয়া হয়েছে সেখানে।

'সেভ দ্য চিলড্রেন'-এর শুভেচ্ছাদূত রোনালদো এই সাহায্য প্রার্থনার লিংক নিজের ফেসবুক পেজজুড়ে দিয়ে লিখেছেন, 'একটাই পৃথিবী, যেখানে আমরা নিজেদের সন্তানকে ভালোবাসি। দয়া করে সাহায্য করুন।'

আপনার মন্তব্য

আলোচিত