সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৯ মার্চ, ২০১৮ ০০:৫৭

সৌম্যর দুঃখপ্রকাশ, ভালোভাবে ফিরে আসার প্রত্যয়

আবার তীরে এসে তরী ডুবলো। আবার শিরোপার কাছাকাছি এসেও ফিরতে হলো শিরোপাহীন হয়ে। শেষ সময়ে এসে হারতে হলো বাংলাদেশ।

রোববার নিদহাস ট্রফির ফাইনালে শেষ বলের ছক্কায় ভারতের কাছে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আবার হতাশায় পুড়লো টাইগার সমর্থকরা। হতাশ টাইগগরাও। তবে আগামীতে আরো ভালোভাবে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন সৌম্য সরকার।

রোববাের ফাইনালে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিলো ১২ রান। বোলিংয়ে সৌম্য সরকার। যিনি দলের নিয়মিত বোলার নন। তবু শেষ সময়ে এমন চাপের মূহূর্তে দলপতি সাকিব বল তুলে দেন তরুণ সৌম্যের হাতে।

দলনেতার আস্থার প্রতিদান ভালোই দিচ্ছিলেন সৌম্য। প্রথম ৫ বলে ৭ রান দিয়ে তুলে নেন এক উইকেট। কিন্তু শেষ বলে এসে বদলে যায় সব হিসেব। শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশের জয় ছিনিয়ে নেন দিনেশ কার্তিক।

দিনেশ বল শূন্য উড়িয়ে দেওয়ার পরই মাথা নুইয়ে মাটিতে বসে পড়েন সৌম্য সরকার। পুরো বাংলাদেশ যেনো থমকে দাঁড়ায় এ সময়।

সেই দুঃস্বপ্নের মূহূর্তের এই ছবিটি খেলা শেষে নিজের ফেসবুকে পেজে আপ করে সৌম্য সরকার লিখেন- সকলের প্রতি দুঃখিত। এবং আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। আশা করি আগামীতে আরো ভালোভাবে ফিরে আসবো।

মাত্র একঘন্টায় সৌম্যের এই ছবিসহ মন্তব্য লাইক করেন প্রায় ৫২ হাজার ফেসবুক ব্যবহারকারী, শেয়ার করেন প্রায় ৫ হাজার জন। আর মন্তব্য আসে প্রায় ছয় হাজার।

অনেকে সৌম্যকে স্বান্তনা প্রদান করে মন খারাপ না করতে বলেন। মাঠে লড়াকু মানসিকতার জন্যও অভিনন্দন জানান।

আপনার মন্তব্য

আলোচিত