সোশ্যাল মিডিয়া ডেস্ক

৩০ জুন, ২০১৮ ১৯:৪১

‘সিলেটে কোটাবিরোধী আন্দোলন বরদাস্ত করা হবে না’

সিলেটে কোটাবিরোধী আন্দোলন বরদাস্ত করা হবে না বলে ফেসবুকে লিখেছেন ছাত্রলীগের সিলেট জেলা শাখার সাবেক সভাপতি হিরণ মাহুমদ নিপু।

সিলেটে সিপিবির সমাবেশে হামলার ঘটনায় ছাত্রলীগের পদ হারানো হিরণ মাহমুদ নিপু শনিবার বিকেলে ফেসবুকে লেখেন-

সিলেট কোটা নামে জটলা বেঁধে সরকারবিরোধী আনন্দোলন করার চেষ্টা না করার জন্য করজোড়ে অনুরোধ করছি।
উস্কানিমূলক আনন্দোলনের ফাজলামি বরদাস্ত করব না ।
ঘরে বসে বিশ্বকাপ খেলা দেখেন অথবা নৌকা সমর্থনে ক্যাম্পেইন করেন।

আনন্দোলনের জড়িত ছাত্রদের অভিভাবকরা একটু লক্ষ্য রাখুন আপনার ছেলে মেয়ে কি করছে। আনন্দোলনের নামে ঘর থেকে বেরিয়ে সহপাঠীর সাথে বেপরোয়া চলাফেরা করছে, ড্যাটিং করছে।

সাংবাদিক সম্মেলন করে নিজের মেয়ের মানসম্মান নষ্ট করার মত ধর্ষণের মত অভিযোগ করার আগে এখনই সচেতন হোন।

উল্লেখ্য, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মারধর করা হয়। এ হামলার প্রতিবাদে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

আপনার মন্তব্য

আলোচিত