সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৯ ১৭:২৭

সব দুঃস্থ তারাই কেবল!

বৃহস্পতিবার আহমদ শরীফের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী

শিল্পী-সাহিত্যিকদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমত্ববোধের গল্প প্রায়ই শোনা যায়। এঁদের বিপদে-আপদে প্রায়ই এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। চিকিৎসার জন্য সহযোগিতা প্রদান করেন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠেই। বৃহস্পতিবারও অভিনেতা আহমদে শরীফ ও তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা প্রদান করেন প্রধান করেন প্রধানমন্ত্রী। এভাবে নিয়মিতভাবেই বিভিন্ন অভিনয় শিল্পীকে চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন তিনি।

তবে এ বিষয়টি ভিন্নভাবে মূল্যায়ন করেছেন লেখক এ মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোরশেদ। শুক্রবার ফেসবুকে তিনি লিখেন-

কয়েক বছর আগে একজন বিধ্বস্ত পিতার সাথে দেখা হয়েছিলো, অবসরপ্রাপ্ত শিক্ষক। তার কলেজ পড়ুয়া ছেলে, ছাত্রলীগ কর্মী- শিবির হাত কেটে নিয়েছে। পত্রিকা অফিসে এসেছেন ছুটে, সংবাদের কপি জোগাড় করতে। ছাপানো সংবাদ হাতে নিয়ে ধর্না দেবেন- সিলেটের কোন বড় মন্ত্রীর কাছে, চিকিৎসার টাকা জোগাড় করতে।

গত বছর দেখে এসেছি যামিনী বাবু'কে। '৭৫ পরবর্তী দুঃসময়ে দীর্ঘবছর হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৫ আগস্টের পর প্রতিবাদ মিছিল আয়োজনের অপরাধে নয়মাস কারাবন্দী ছিলেন। ভয়ানক অসুস্থ, স্মৃতি লোপ পেয়েছে। যথাযথ চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে।

বিএনপি, জাতীয় পার্টি করা- গান গাওয়া, সিনেমা করা লোকজন সুন্দরভাবে ৩৫ লক্ষ, ৫০ লক্ষ টাকা বাগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রীর হাত থেকে। সব দুঃস্থ তারাই কেবল!

একটা রাজনৈতিক দলকে ক্রমশ: ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা বিজ্ঞাপনী সংস্থায় পরিণত করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত