আজ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

Advertise

জিজ্ঞাসায় বিবর্তন-২

এনামুল হক এনাম  

৬. বিবর্তনের সাথে প্রজননের সম্পর্ক কী?
যৌন প্রজননটি একটি জীবকে অন্য জিনের অর্ধেকের সাথে তার অর্ধেক জিনকে একত্রিত করতে সক্ষম করে, যার অর্থ হল নতুন সংশ্লেষিত জিন প্রত্যেক প্রজন্মের উৎপাদিত হয়। উপরন্তু,  ডিম্বাণু এবং শুক্রাণু উৎপাদিত হওয়ার পর প্রত্যেকের স্বকীয় চরিত্রগুলো শুক্রাণুগুলোর ডিম্বাণু নিষিক্তকরণের মাধ্যমে আদান প্রদান হয়, পুনর্বিন্যাসিত হয় যা নতুন সংশ্লেষের জিন তৈরি করে।
যৌন প্রজনন এইভাবে জেনেটিক পার্থক্য বৃদ্ধি করে, যা প্রাকৃতিক নির্বাচন পরিচালনা করে এমন “কাঁচামাল” বহন করে, যা একটি প্রজাতি মধ্যে জেনেটিক প্রকরণ - এছাড়াও জেনেটিক বৈচিত্র্য হিসাবে পরিচিত – বলতে পারেন একটি প্রজাতির বৃদ্ধি ধারাবাহিক প্রজন্মের উপর পরিবর্তনের সুযোগ।

৭. বিবর্তন কি Random প্রক্রিয়া?

বিবর্তন একটি র‍্যান্ডম প্রক্রিয়া নয়। প্রাকৃতিক নির্বাচনের যে জেনেটিক প্রকরণগুলি এলোমেলোভাবে ঘটতে পারে, তবে প্রাকৃতিক নির্বাচন নিজেই র‍্যান্ডম নয়। একজন ব্যক্তির বেঁচে থাকা এবং প্রজনন সাফল্যের সরাসরি তার স্থানীয় পরিবেশের প্রেক্ষিতে তার উত্তরাধিকারী বৈশিষ্ট্যগুলি কার্যকারিতার সাথে সম্পর্কিত। সহজভাবে বলতে গেলে পরবর্তী বংশধররা কিভাবে প্রকৃতিতে খাপ খাইয়ে বেঁচে থাকবে বা পরিবেশের সাথে ভালভাবে সম্পৃক্ত বৈশিষ্ট্যের উৎপন্ন করবে তা ঐ পরিবেশ এবং প্রকৃতির উপর নির্ভর করে। একই প্রাণী ভিন্ন পরিবেশে ভিন্ন আকার বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে।

৮. বিবর্তন এবং Survival of Fittest বা "যোগ্যতার বেঁচে থাকা" কি একই জিনিস?
 
বিবর্তন এবং "যোগ্যতরদের বেঁচে থাকা একই জিনিস নয়। বিবর্তন একটি জনসংখ্যা বা প্রজাতিগুলির বৈশিষ্ট্যগত ধীর পরিবর্তনের বোঝায়। "সার্ভাইবাল অব ফিটেস্ট" একটি জনপ্রিয় শব্দ যা প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়া, একটি প্রক্রিয়া যা বিবর্তনীয় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলে। পরিবেশগত অবস্থার একটি নির্দিষ্ট প্রজাতি পরিবর্তনের প্রক্রিয়ায় যারা যোগ্যতর হিসেবে নিজেকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে তাদের পরবর্তী বংশধরদের প্রকৃতিতে টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায়। ধরুন একটি বাঘ একদল মানুষকে তাড়া করলো, তারা সবাই দৌড়াতে শুরু করলো। তাদের মধ্যে থেকে ঐ ক’জন মানুষ বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি যাদের পা লম্বা এবং ভাল দৌড়াতে পারে। বেঁচে যাওয়া ঔ ক’জন মানুষের পরবর্তী বংশধর সবাই ভাল দৌড়াতে পারবে, কারণ স্বভাবতই পূর্বপুরুষদের ন্যায় তাদের পা লম্বা হবে।

সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বা প্রাণী নিজেদের রক্ষা করার মাধ্যমে বিজয়ীদের বেশে প্রকৃতিতে টিকে থাকার নামই সার্ভাইবাল অব ফিটেস্ট।   

৯. “Natural Selection” বা প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে?

প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে, একটি প্রজাতি যারা পরিবেশগত অবস্থার প্রেক্ষিতে একটি সুনির্দিষ্ট অবস্থায় বাঁ পরিবেশে ভালভাবে নিজেদের “অভিযোজিত” করতে পারে তাদের প্রকৃতিতে টিকে থাকার সুযোগ বেশি। যারা সঠিক ভাবে খাপ খাইয়ে নিতে পারে না বাঁ অভিযোজিত হতে পারে না তাদের থেকে ঢের বেশি। খাপ খাইয়ে থাকার সুবিধা বেঁচে থাকা পরবর্তী প্রজন্মে জিনের মাধ্যমে সঞ্চারিত হয় এবং সাফল্যের আকারে আসে। উদাহরণস্বরূপ, এমন কোন ব্যক্তি যারা খাদ্যসামগ্রী খুঁজে পেতে এবং ব্যবহার করতে সক্ষম, দীর্ঘস্থায়ী এবং খাবার সন্ধানে কম সফল ব্যক্তিদের তুলনায় তারা বেশি বংশবৃদ্ধি করবে। উত্তরাধিকার সূত্রে যেগুলি বৈশিষ্ট্যগুলো বৃদ্ধি হবে এবং তাদের সন্তানসন্ততিতে চলে যায়, এভাবে সন্তানকে একই সুফল প্রদান করে, প্রকৃতিতে বেঁচে থাকার অধিকতর যোগ্য এবং দাবীদার করে তোলে।

১০.  কিভাবে বিবর্তন সংঘটিত হয়?

প্রাণী ব্যক্তিগত বা এককভাবে বিবর্তিত হয় না। একটি বৃহৎ জনসংখ্যা দীর্ঘদিনের প্রক্রিয়ায় হাজার-হাজার বছর সময়ের ব্যবধানে বিবর্তিত হয়। পূর্বে আলোচনা করা অংশটুকু আবার বলি, জীববিজ্ঞানে বিবর্তন সময়ের সাথে সাথে এক একটি প্রজাতির মধ্যে সংঘটিত হয়। এই পরিবর্তনগুলির জেনেটিক স্তরে সম্পাদিত হয়, তা পরবর্তী প্রজন্মতে বিস্তার লাভ করে। বংশ পরিক্রমায় এই পরিবর্তনগুলি একটি প্রজাতিতে ধীর গতিতে লক্ষ-কোটি বছরের ব্যবধানে সম্পন্ন হয় বলে তা নির্দিষ্ট কোন সময়ের মাপকটিতে পর্যবেক্ষণ সম্ভব হয় না। কখনও কখনও, কোন নির্দিষ্ট প্রজাতিতে কোন নির্দিষ্ট প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেয়ার জন্য তাদের শারীরিক পরিবর্তন ঘটায়, (যেমন: খাদ্যাভ্যাসে পরিবর্তনের জন্য মাড়ি বা চোয়ালের পুরুত্ব, তাপমাত্রার তারতম্যের জন্য চামড়ার পুরুত্ব, রঙ) যা তাদের বেঁচে থাকা এবং বংশ রক্ষার ক্ষেত্রে সহায়ক হয়। এটা প্রাকৃতিক নির্বাচন। ইহা কোন প্রকার জেনেটিক্যাল পরিবর্তন নয়, যা শুধুমাত্র স্থানীয় প্রাকৃতিক পরিবেশে নিজ প্রজাতির অস্তিত্বকে রক্ষার জন্য সহায়ক। এটি কোন প্রকার বিবর্তন নয়, এটি প্রাকৃতিক নির্বাচন। আর এখানেই পার্থক্য বিবর্তন (Evolution) এবং প্রাকৃতিক নির্বাচনে (Natural Selection)। অর্থাৎ বিবর্তনে জেনেটিক পরিবর্তন আবশ্যিক, ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনে তা জরুরি নয়।

এনামুল হক এনাম, কলামিস্ট, সাহিত্যিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪১ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ