আজ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Advertise

এডিস বন্দনার কাল

মাসকাওয়াথ আহসান  

এডিস মশা মহাপরাক্রমশালী এক শক্তি হিসেবে হাজির হয়েছে। এতদিন নাগরিকেরা যাদের মহাপরাক্রমশালী হিসেবে জেনে বন্দনা করে এসেছে; তারাই ডেঙ্গি রোগের বিরুদ্ধে অসহায়। ডেঙ্গি প্রতিরোধে সেনাবাহিনী নামছে শুনে আশান্বিত হয়ে; কেউ কেউ ভেবেছিলো বোধহয় এডিস বাহিনীর ওপর সশস্ত্র আঘাত হানবে সেনাবাহিনী। কিন্তু পরে তারা জানতে পারে; সেনাবাহিনীর হাসপাতালগুলো ডেঙ্গি রোগীদের সেবা দেবে মাত্র।

এক নাগরিক পুলিশের এক কর্মকর্তাকে ফোন করে জিজ্ঞেস করে, আপনারা কি এডিস নির্মূলে অভিযান পরিচালনা করতে পারেন না। সন্ত্রাসী, বিরোধীদল, প্রতিবাদি মানুষের বিরুদ্ধে যে সাহসিকতা দেখিয়েছেন; তা একটু এডিসের বিরুদ্ধে দেখিয়ে দিন।

--আমরা হুকুম পালন করি। সরকার নির্দেশ দিলে বড়জোর বাসায় ফুলের টবে এডিস পালনকারী নাগরিককে গ্রেপ্তার করতে পারবো; কিন্তু এডিসের বিরুদ্ধে আমরা নিরুপায়।

নাগরিক মনে মনে ভাবে পুলিশ কোন কাজের না। অনেক আশা নিয়ে এলিটফোর্সকে ফোন করে।

--এডিস মশার বেশ কিছু গোপন আস্তানার সন্ধান পেয়েছি। আপনারা ওদের ক্রসফায়ারে দিন প্লিজ। এডিসের বিরুদ্ধে কঠোর হতে হবে।

এলিট ফোর্স হতাশা প্রকাশ করে বলে, আমাদের যত বাহাদুরি মানুষের সঙ্গে। এডিস মশা ভয়ংকর ব্যাপার। ওর বিরুদ্ধে কিছু করার সামর্থ্য নেই ভাই।

নাগরিক ফেসবুকের এক একটিভিস্ট ভাইকে অনুরোধ করে, ভাই প্রতিদিন ট্রাম্প থিকা অমর্ত্য সেন এতো লোকরে দেইখা নিতেছেন; এতো লোকের মুখোশ উন্মোচন করতেছেন; এডিসরে কিছু করেন ভাই! এডিসরে আই এস কিংবা জায়নিস্ট হিসাবে ট্যাগিংটা অন্তত করেন। এতো লোকেরে গালাগাল করেন; এডিসরে এতো পুতু পুতু করেন ক্যান!

একটিভিস্ট ভাই হতাশা প্রকাশ করে বলে, ডেঙ্গি রোগীদের রক্ত লাগলে সে খবর প্রকাশ আর এডিস নির্মূলে বেসিনে হারপিক ঢালা টাইপের হাতুড়ে বুদ্ধির সমালোচনা করা; এর বেশি কিছু পারা যাচ্ছে না।

এক নাগরিক এলাকার মহাপরাক্রমশালী সহমত ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে দেখে সে মশারি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে বসে আছে। ভয়ে তার মুখ কাঁচুমাচু। স্ত্রীকে বকাঝকা করছে, তোমার এতো ফুলের টবের শখ কেন! সরাও ঐগুলি।

স্ত্রী এসে পালটা ধমক দিয়ে বলে, ফেলে দিচ্ছি সব। আর আমি বাচ্চাদের নিয়ে মালয়েশিয়ার সেকেন্ডহোমে যাচ্ছি।

সহমত ভাই ফ্যাকাসে মুখে বলছে, আমাকে ফেলে তোমরা চলে যাবে; এতোটুকু মায়াও হচ্ছে না তোমাদের।

নাগরিক সহমত ভাইয়ের এই অসহায় অবস্থা দেখে বুঝতে পারে এডিস মশার দল সহমত ভাইদের দলটিকে ক্ষমতাচ্যুত করেছে। সুতরাং সে বাসায় ফিরে ফুলের টবের পানিতে এডিস মশা খুঁজে তাকে বলে, ও মহাপরাক্রমশালী এডিস ভাই, আপনার সঙ্গে একটা সেলফি কি তুলতে পারি?

এডিস বিরক্ত হয়ে তাকায়। নাগরিক ভয়ে ভয়ে সেলফি তুলে এডিস ভাইয়ের সঙ্গে গর্বিত ছবি আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখে, মানুষের কাছে এডিস ভাইয়ের ব্যাপারে অনেক ভয়ের কথা শুনে বিভ্রান্ত হয়েছিলাম। কিন্তু আজ কাছে গিয়ে দেখলাম অত্যন্ত সাদাসিধে মানুষ তিনি; এতো ক্ষমতাধর অথচ বুঝতেই দেন না তিনি। ভাই আমার ভাই; সাধারণে অসাধারণ এডিস ভাই।

এই এডিস বন্দনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ট্রেন্ড তৈরি করে। সবাই শ্রদ্ধা-সম্মান-মুগ্ধতা-ভালোবাসার নহর বইয়ে দিতে শুরু করে।

এর মধ্যে এক সর্বদা প্রতিবাদী নাগরিক এক এডিস মশার সামনে গিয়ে প্রতিবাদ জানায়, কেন নির্বিবাদে মানুষ মারছেন!

এডিস মশা বলে, মশার কামড়ে এমেরিকা-সুইজারল্যান্ডেও মানুষ মরে। এটা কোন ব্যাপার না।

এডিস মশার ভক্ত গোষ্ঠী এসে প্রতিবাদী নাগরিকের ওপর চড়াও হয়, এতো বড় সাহস তোর এডিস ভাইয়ের মুখে মুখে তর্ক করোস। জানোস উনি কে?

মাসকাওয়াথ আহসান, সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষক

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪১ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ