আজ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

Advertise

চোরের মায়ের বড় গলা

সঙ্গীতা ইমাম  

মঙ্গলবার পাকিস্তানের এক গণমাধ্যম জানিয়েছে তারা বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯.২১ বিলিয়ন পাকিস্তানি রূপি, ৬.৯২ বিলিয়ন বাংলাদেশি টাকা) পাওনা এবং তারা তা ফেরত নেবার সিদ্ধান্ত নিয়েছে। কী বলা উচিত আমাদের? বাকরহিত হয়ে যাচ্ছি।

১৯৭১ সালে যে ক্ষয়ক্ষতি আর হত্যা-নির্যাতনযজ্ঞ পাকিস্তানিরা চালিয়েছে, তার হিসেব কে দেবে?

বাঙালি মুক্তিযোদ্ধারা কি একটা বোমাও ফাটিয়েছে তৎকালীন পশ্চিম পাকিস্তানের ভূমি সীমায়? একটা ঘরে কি আগুন দিয়েছে? একজন পাকিস্তানি বেসামরিক লোককেও কি সেদেশে হত্যা করেছে বাঙালিরা? একজন পাকিস্তানি নারীও কি ধর্ষিত হয়েছেন বাঙালিদের দ্বারা?

কিন্তু পাকিস্তানিরা নির্মম নৃশংস নির্যাতন চালিয়েছে বাঙালিদের ওপর। ত্রিশ লক্ষের অধিক মানুষকে তারা হত্যা করেছে। চার লক্ষাধিক নারী পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছেন। দেশের সম্পদ লুট করেছে তারা। ব্যাংক লুট করে অর্থ পাচার করেছে পশ্চিম পাকিস্তানে।

ক্ষতিপূরণ তো আমাদের চাইবার কথা। আমরা চাইব। সাতচল্লিশে দেশভাগের সময় রিজার্ভের টাকার অংশ তো আমাদেরও পাওনা। তার কী হবে?

পাকিস্তানিরা ২৪ বছর শোষণ করলো। তারপর তারাই আমার দেশে এসে ঘর জ্বালালো, নিরীহ মানুষ মারলো, ধর্ষণ করলো চার লাখেরও অধিক নারীকে, ব্রিজ উড়ালো ব্যাঙ্ক পোড়ালো, দেশের সূর্য সন্তানদের বেছে বেছে ধরে নিয়ে হত্যা করলো। মিল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান লুট করে ভেঙে চুরমার করলো, এ ভূখণ্ডের রিজার্ভ আত্মসাৎ করে ভেঙে দিয়ে গেলো ভূখণ্ডের অর্থনীতির বুনিয়াদ। তার বেলা? আমাদের কত টাকা ক্ষতিপূরণ দাবি করা উচিৎ?

এ দাবি তো এ প্রজন্ম তুলেছিল। সরকার আমলে আনেন নাই। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাবও দেয়া হয়েছিল তাও অবহেলা করেছে সরকার। তখন প্রজন্মের এ দাবি গুরুত্ব দিলে আজ এ ঔদ্ধত্য দেখাতে পারতো না এই জল্লাদ রাষ্ট্র।

এরা যুদ্ধাপরাধীদের ফাঁসির সময়ও নানা ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে বিচারের রায়কে প্রভাবিত করার অপচেষ্টা করেছে। এসব ঘৃণ্য দুরভিসন্ধিকে যেমন এদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতার প্রাণের দাবিকে সম্মান দেখানো হয়েছে, আজও আমাদের দাবি পাকিস্তানের এই ঔদ্ধত্যের দাঁতভাঙা জবাব দেবে বাংলাদেশ।

এখন সময় এসেছে এই আগ্রাসী দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করার এবং আমাদের পাওনা অর্থ ও একাত্তরের ক্ষতিপূরণ দাবি করার। চোরের মা পাকিস্তানের বড় গলা এখনই বন্ধ করা দরকার। ফোঁড় পরে দিলে পস্তাতে হবে কিন্তু আমাদেরই।

সঙ্গীতা ইমাম, শিক্ষক, সংগঠক ও সংস্কৃতি কর্মী

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ