তপন কুমার দাস, বড়লেখা

৩১ জানুয়ারি, ২০১৫ ১৭:০৩

বড়লেখা এক রাতে দুই খুনের আদ্যোপান্ত

মৌলভীবাজারের বড়লেখায় কয়েকঘন্টার ব্যবধানে আদিবাসী এক তরুণী ও ইউপি সদস্য এবং আওয়ামীলীগ নেতা খুন হয়েছেন।


মৌলভীবাজারের বড়লেখায় কয়েকঘন্টার ব্যবধানে আদিবাসী এক তরুণী ও ইউপি সদস্য এবং আওয়ামীলীগ নেতা খুন হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে পুলিশ বড়লেখা উপজেলার দূর্গম পাহাড়ী এলাকা গান্ধাই পুঞ্জির প্রায় ৩০০ ফুট নিচের খাদ থেকে খাসিয়া সম্প্রদায়ের মোনালিসা খাসিয়া (১৮) নামের এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। সে পুঞ্জির মৃত জন খাসিয়ার মেয়ে।
এছাড়া ওই রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ মজির উদ্দিন (৫৫)। ইউপি সদস্য মজির উদ্দিন খুনের ঘটনার সাথে সম্পৃক্ততার সন্দেহ ফয়সল আহমদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মোনালিসা খাসিয়া (১৮) :-
 বড়লেখা থানা পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের  মোনালিসা খাসিয়া শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুঞ্জির একটি টিলার ভিতরে পান জুমে পান সংগ্রহ করতে যান। প্রতিদিন মেনালিসা পুঞ্জি থেকে সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ফিরে আসেন। কিন্তু এদিন তিনি ৩টা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা থাকে খোঁজতে বের হন। বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন পুঞ্জি টিলার প্রায় তিনশত ফুট নীচে মোনালিসার রক্তাক্ত লাশ দেখে মোনালিসার পরিবারকে খবর দেন। ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে, মোনালিসাকে দূর্বৃত্তরা ধর্ষণের চেষ্ঠা বা ধর্ষণ করে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে।
লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী উপ-পরিদর্শক মোঃ আখতারুজ্জামান জানান, মোনালিসার গলার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার ফলে তিন ইঞ্চি চওড়া ৬ ইঞ্চি গভীর ক্ষতের চিহ্ন হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, মোনালিসার লাশ শনিবার (৩১জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
মোঃ মজির উদ্দিন (৫৫) :- 
মোনালিয়া খাসিয়ার লাশ উদ্ধারের প্রায় সাড়ে ৩ ঘন্টা পর বড়লেখায় অজ্ঞাত দুর্বৃত্তরা আ’লীগ নেতা ও ইউপি সদস্য মজির উদ্দিনকে (৫০) খুন করেছে। ইউপি সদস্য মজির উদ্দিন খুনের ঘটনায় সম্পৃক্তার সন্দেহ ফয়সল আহমদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 
বড়লেখা থানা পুলিশ ও নিহতের পরিবার এবং এলাকাবাসীরা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১০টায় মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা মজির উদ্দিনকে কুপিয়ে খুন করে। তিনি নান্দুয়া গ্রামের মাহমদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে ৩০ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপি’র শ্রীধরা এলাকায়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টায় উত্তর শাহবাজপুর ইউপি’র ৩নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজির উদ্দিনকে নিজ বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। তাকে উপর্যুপরি ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা নান্দুয়ার পার্শ্ববর্তী শ্রীধরপুর মসজিদের সামনের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় অটোরিকশার চালক সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে কাতরাতে দেখেন। পাশেই মজির উদ্দিনের মোটরসাইকেলটি ফেলে রাখা ছিল। অটোরিকশার চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সড়কে পড়ে থাকা ব্যক্তি মজির উদ্দিন বলে শনাক্ত করেন। পরে মজিরের বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। মেডিকেল অফিসার সঞ্জয় সিংহ জানান, নিহত মজির উদ্দিন মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। রাত পৌনে একটার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য (৩১জানুয়ারি) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  
বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মজির উদ্দিনের মাথায় ধারালো অস্ত্রের পাঁচটি আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 
এই ঘটনায় ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মজির উদ্দিন ঐ এলাকায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ছিলেন বলে জানা যায়। তাঁর ভাই আমীর উদ্দিন ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আমীর উদ্দিনকেও সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মোনালিসা ও মজিরের পরিবার মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানিয়েছে।



আপনার মন্তব্য

আলোচিত