বড়লেখা প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০১৫ ২১:৪৪

নাশকতার প্রতিবাদে বড়লেখায় স্বাস্থ্য বিভাগের মানববন্ধন

পেট্রোল বোমা দিয়ে নিরীহ মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে শনিবার (৭ফ্রেরুয়ারী) মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্য বিভাগ মানববন্ধন করেছে।

পেট্রোল বোমা দিয়ে নিরীহ মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে শনিবার (৭ফ্রেরুয়ারী)  মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্য বিভাগ মানববন্ধন করেছে।
শনিবার সকাল সাড়ে এগার ঘটিকার সময় পৌর শহরের থানা গেইটের সম্মুখে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডাঃ কমল রতন সাহা, স্বাস্থ্য পরিদর্শক রজত কান্তি গুপ্ত, সেলিম রেজা প্রমুখ। আধ ঘন্টা ব্যাপী রাস্তায় দাড়িয়ে মানবন্ধন চলাকালীন সময়ে বক্তারা চোরা গোপ্তার মতো রাতের আধাওে পেট্রোল বোমা দিয়ে নিরীহ মানুষ মারার প্রতিবাদ করেন।

আপনার মন্তব্য

আলোচিত