প্রধান সম্পাদক : কবির য়াহমদ
সহকারী সম্পাদক : নন্দলাল গোপ
৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
[email protected]
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
© ২০১৪ - ২০২৪
২০ ফেব্রুয়ারি , ২০১৫ ১১:৩৭
ইংল্যান্ডকে বিধ্বস্ত করল নিউজিল্যান্ড । জয় তোলে নিল ৮ উইকেট ও ২২৬ বল হাতে রেখেই । বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে একপেশে ম্যাচগুলোর একটির মর্যাদা পেতেই পারে এই ম্যাচ ।
সাউদি বিশ্বকাপের তৃতীয় সেরা স্পেল (৩৩/৭) করে ইংলিশদের এবারের বিশ্বকাপের সবচেয়ে কম রানে অলআউট হবার লজ্জায় ডোবান । টিম সাউদি এতটাই বিধ্বংসি ছিলেন যে অনেকেই হয়ত জার্সি দেখে চিনতে পেরেছেন ইংলিশ ক্রিকেটারদের । নাহলে বারমুডা ভেবে হয়ত ভুল করতেন । তার তূন থেকে বের হওয়া বলের কোন জবাব দিতে পারেননি তারকা সমৃদ্ধ ইংলিশ ব্যাটিং লাইনআপ । খাবি খেতে খেতে ৩৩ ওভার ২ বলে ইংল্যান্ড যখন অলআউট হচ্ছে স্কোর বোর্ডে রান মাত্র ১২৩ । জ রুট ৪৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেছিলেন কিন্তু এই পর্যন্তই । সাউদির দিনে বোল্ট ,মিলান , ভেট্টরি ১টি করে উইকেট নিয়েছেন ।
১২৪ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ব্লাক ক্যাপস অধিনায়ক ম্যাককুলাম ম্যাচটাকে বানিয়ে দিলেন টি-২০ । বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি করে আউট হবার আগে তার রান দাঁড়ায় ২৫ বলে ৭টি ছক্কা আর ৮টি চারে ৭৭! ইংলিশ বোলারদের যাচ্ছেতাইভাবে পিটিয়েছেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মারকুটে এই ব্যাটসম্যান । ম্যাককুলাম আউট না হলে মধ্যবিরতীর আগেই শেষ হয়ে যেত খেলা । মার্টিন গাপটিল ২২ ও কেইন উইলিয়ামসন ৬ রান নিয়ে বিরতীতে গেছেন । কিউইদের বিশাল জয় কেবল সময়ের ব্যাপার মাত্র ।
এই পরাজয়ের ফলে টানা ২ ম্যাচেই বিশাল ব্যবধানে হারল ইংলিশরা । কোয়ার্টার ফাইনালে উঠার পথে রান রেটের প্রশ্নেও পিছিয়ে গেল ইয়ন মরগ্যানের দল । অপর দিকে স্বাগতিক নিউজিল্যান্ড টানা ২ জয় নিয়ে এবারের বিশ্বকাপে বড় কিছুরই ইঙ্গিত দিচ্ছে ।
ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরাও হয়েছেন সাউদি ।
আপনার মন্তব্য