সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন জাফলংয়ের গুচ্ছগ্রামে কাঠ দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে শাকিল হোসেন সুজন (১৯) নামক নিজের শ্যালককে খুন করেছেন দুলাভাই হোসেন মিয়া। এ ঘটনায় আরেক শ্যালক সোহরাব হোসেন (১৭) গুরুতর আহত হয়েছেন। সুজন ও সোহরাব নরসিংদী সদর উপজেলার বাসাইল গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে শাকিল হোসেন সুজন (১৯) ও তার ভাই সোহরাব হোসেন (১৭) নরসিংদী থেকে জাফলংয়ের গুচ্ছগ্রামে দুলাভাই হোসেন মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। রাতে তারা দুলাভাই হোসেনের সাথে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোর রাতে হোসেন মিয়া কাঠ দিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা সুজন ও সোহরাবের মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই সুজন নিহত ও সোহরাব গুরুতর আহত হন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশের উপ পরিদর্শক এস আই ইউনুছ আলী ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক হোসেন মিয়া পলাতক রয়েছেন।
আপনার মন্তব্য