সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাগিচাবাজার এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দেওকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নোয়াগাঁও গ্রামের মতছিন আলীর ছেলে নোমান আহমদ (১৬) এবং একই গ্রামের তাজুল ইসলামের ছেলে খালেদ আহমদ (১৫)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথগামী একটি মাটি ভর্তি ট্রাক মোটরসাইকেল আরোহী তিন কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা নোমানের মৃত্যু হয়।
আহত অবস্থায় আরেক মোটরসাইকেল আরোহী খালেদ আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মাটি ভর্তি ট্রাকটি মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিলে দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহী আব্দুর রহিমকে (১৫) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মন্তব্য