সিলেট টুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৫ ১৫:২৯

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জাসদের মানববন্ধন

হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও ও পেট্রোল বোমা মেরে মানুষ মারার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে জেলা ও মহানগর জাসদ।

হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও ও পেট্রোল বোমা মেরে মানুষ মারার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে জেলা ও মহানগর জাসদ। শনিবার সকাল ১১টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- ১৫ লক্ষ এসএসসি পরীক্ষার্র্থীদের কথা না ভেবে হরতাল অবরোধের নামে সন্ত্রাসী তৎপরতা কিছুতেই মেনে নেওয়া যায় না। বোমাবাজ নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের নামে দেশে একাত্তরের ঘাতক জামাত শিবির চক্রকে রাজনীতিতে পুনর্বাসিত করার লক্ষে একের পর এক হরতাল অবরোধ দিয়ে যাচ্ছেন। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব বাদ দিয়ে জামাত-শিবিরের নেতৃত্ব গ্রহণ করেছেন। পাকিস্তানী কায়দায় দেশকে একটি অকার্যকর রাষ্টে পরিণত করার ষড়যন্ত্র করছেন।

জাসদের কেন্দ্রীয় সহ সম্পাদক ও মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে ও মহানগরের দপ্তর সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল হক, মহানগর জাসদের সিনিয়র সহ সভাপতি ফেরদৌস আরবী, সহ সভাপতি কামাল আহমদ চৌধুরী আলমগীর, সাধারণ সম্পদক নাজাত কবির, জেলা সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, মহানগর যুগ্ম সম্পাদক গিয়াস আহমদ, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তপন পাল, যুক্তরাজ্য জাসদের সহ-সম্পাদক মাশুক হোসেন, ক্রীড়া সংগঠক আহমদ হোসেন চৌধুরী, জেলা সংখ্যালঘু বিষয়ক সম্পাদক অলক সেন, মহানগর কোষাধ্যক্ষ কামরুল ইসলাম দিপু, সহ সম্পাদক-আব্দুল বাছির বাছির বাদল, সহ সম্পাদক জহির রায়হান, মহানগর জাসদ নেতা মকবুল হোসেন, জেলা জাসদ নেতা হালিম আহমদ, শহীদুল ইসলাম খোকন, মহানগর ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির খান রাজিব, সাধারণ সম্পাদক নামজুল ইসলাম সাকিল, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুহুল আহমদ রুহেল, ফরহাদ আহমদ, রাজন পাল, ফারদিন আহমদ, কাওসার আহমদ প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত