বিশ্বকাপে দক্ষিন আফ্রিকার ছুঁড়ে দেয়া ৪০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের নাজেহাল অবস্থা। মনে সন্দেহ ঘুরপাক করছিল,ক্যারিবিয়ানরা ১০০ রানও করতে পারে কি না। ওয়েস্ট ইন্ডিজের খেলার অবস্থা ছিল খুবই করুণ! দক্ষিন আফ্রিকার বোলারদের কাছে ক্যারিবিয়ানরা গুঁটিয়ে পড়ে। যাই হোক মনের সন্দেহটা দূর হয় যখন ক্যারিবিয়ানরা ১০০ রানের ঘরে পৌঁছায়। যা অবস্থা ছিল ওয়েস্ট ইন্ডিজের, ভয় কেনই বা হবে না। এর আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের খেলার রূপ ছিল অন্যরকম , আর আজ শুক্রবার দক্ষিন আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের খেলার কোন মিলই খুঁজে পাওয়া যায়নি।
দক্ষিন আফ্রিকার বিপক্ষে মাত্র ১৫১ রানে গুঁটিয়ে যায় ক্যারিবিয়ানরা। অন্যদিকে, দক্ষিন আফ্রিকা ভারতের কাছে ১৭৭ রানে গুঁটিয়ে গিয়েছিলো, আর সেই আক্ষেপের জালে বন্দি হয় ক্যারিবিয়ানরা। মাত্র ৩৩.১ ওভারে দক্ষিন আফ্রিকার কাছে চরমভাবে ধরাশায়ী হয় ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে ডি ভিলিয়ার্স ঝড়ে ৪০৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে এটি সর্বোচ্চ রানের ইনিংস। আর বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। হাশিম আমলা ও কুইনটন ডি কুক মিলে উদ্বোধনী জুটিতে ১৮ রান সংগ্রহ করেন। ব্যক্তিগত ১২ রানে ডি কুক সাজ ঘরে ফিরে গেলে ডু প্লেসিস ও আমলা মিলে ১২৭ রান তোলেন। এরপর গেইলের এক ওভারেই আউট হন ডু প্লেসিস (৬২) ও হাশিম আমলা (৬৫)। এরপর ডি ভিলিয়ার্স ও রিলে রুশো মিলে ১৩৪ রানের জুটি গড়েন। আন্দ্রে রাসেলের করা ৪৩তম ওভারের প্রথম বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রিলে রুশো (৬১)।
এরপরের গল্পটা শুধুই ডি ভিলিয়ার্সের। ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫২ বলে সেঞ্চুরি করেন। আর শেষ পর্যন্ত ৬৬ বলে করেন অপরাজিত ১৬২ রান। ভিলিয়ার্সের সঙ্গে ১১ রানে অপরাজিত থাকেন ফারহান বেহারদিয়েন।এদিকে, বল হাতে ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।
জয়ের জন্যে ব্যাটিং এ নেমে বোলিং তাণ্ডবে হারিয়ে যায় ক্যারিবিয়ানরা। একের পর এক ব্যাটসম্যান ধরাশায়ী হন ইমরান তাহিরির ঘূর্ণির বলে। তিনি ক্যারিবিয়ানদের ৫ টি উইকেট তুলে নেন। এছাড়াও মরকেল এবং অ্যাবোট নেন ২টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ চার ম্যাচ খেলে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ৩ ম্যাচের দুটিতে জিতে একটিতে হেরে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডেতে আজকের ম্যাচসহ এ পর্যন্ত ৫৮ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ৪৩ ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৩টিতে। এ ছাড়া একটি ম্যাচ টাই এবং একটি ম্যাচের ফল হয়নি।
আপনার মন্তব্য