সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০১৫ ১৯:০১

বন্দরবাজারে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপির মিছিল

হরতাল ও অবরোধের সমর্থনে সিলেট নগরীর বন্দরবাজার মহাজনপট্টি এলাকায় মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।

হরতাল ও অবরোধের সমর্থনে সিলেট নগরীর বন্দরবাজার মহাজনপট্টি এলাকায় মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। রবিবার বেলা ২টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- সরকার বন্দুকের জোরে গণগ্রেফতার ও ক্রসফায়ারের নামে নৃশংস হত্যাযজ্ঞে মেতে উঠেছে। জনদাবী উপেক্ষ করে তাদের ক্ষমতায় থাকার সাধ কখনো পুরন হবেনা। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান শান্তিপুর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার সুযোগ নেই। জনগনকে সাথে নিয়ে আওয়ামীলীগের সকল অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, জেলা যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিফতাহ সিদ্দীকি, সৈয়দ মইনুদ্দিন সোহেল, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ রেজাউল করিম আলো, আব্দুল জব্বার তুতু, বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা শফিকুর রহমান, আবুল কাশেম, বজলুর রহমান ফয়েজ, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, যুবদল ও ছাত্রদলের মধ্য থেকে আবুল হাসিম জাকারিয়া, আব্দুর রহিম, মইনুল ইসলাম মঞ্জু, আশরাফ বাহার, মোশতাক আহমদ, আব্দুর রউফ, খালেদ আহমদ মিলু, মামুন আহমদ, মোবারক হোসেন তুহিন, মাসুম পারভেজ, ইলিয়াছ মিয়া, আজাদ আহমদ, আকাব আহমদ পলাশ, কাউসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, আব্দুল আহাদ সুমন, জুনেদ আহমদ জাবেদ, আলাউদ্দিন, হেলাল উদ্দিন, সেবুল আহমদ, আনহার খান রাজু, মাহবুবুল আলম সৌরভ, জিয়াউল ইসলাম রাজন, আফজাল হোসেন, শাহজাহান আহমদ, সাইদুর রহমান, আহমদ শাহীন, সারোয়ার হোসেন তপু, জামিল আহমদ জমির, আবু সাইদ আদনান, আসাদ আহমদ, ফাহাদ আহমদ, তপু ও মুরাদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত