ক্রীড়া প্রতিবেদক

০৮ মার্চ, ২০১৫ ১৬:৪৫

সাঙ্গাকারার রেকর্ড হ্যাট্টিক সেঞ্চুরি

নিজের জাত চিনিয়েছিলেন আগেই। এবার বিশ্বকাপের বিশ্বমঞ্চে নতুন আরেক সাঙ্গাকারাকে দেখছে বিশ্ববাসী। পর পর তিন ম্যাচে তিন সেঞ্চুরি দিয়ে জানিয়ে দিলেন রেকর্ডবুক তাঁকে মনে রাখতেই হবে।

ইংল্যাণ্ড, বাংলাদেশ এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতি দলের বোলারদেরই তুলোধুনো করে শতক আদায় করেছেন, গড়ে ফেলেছেন বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো হ্যাটট্রিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড।

ক্রিকেটার হিসেবেও অনেকটা ‘বুড়ো’ হয়ে গেছেন ‘ক্লাসিক সাঙ্গা’। কিন্তু প্রতিটা সেঞ্চুরি তিনি যে দুর্দান্ত গতিতে খেলে করেছেন- তাতো ‘নবীন উদ্যমী’দেরও অবাক করছে!

২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে টাইগার বোলারদের নাকানি-চুবানি দিয়ে শতক (১০৫*) অদায়ের পর ১ মার্চ ওয়েলিংটনে ইংলিশ বোলারদেরও তুলোধুনো করেন এ লংকান ‘সিংহ’, আদায় করে নেন ১১৭*। আর সবশেষে রোববার (৮ ‍মার্চ) সিডনিতে অসিদের বিপক্ষেও আদায় করে নিলেন সেঞ্চুরি (১০৪)।

কেবল সেঞ্চুরির পর সেঞ্চুরি করেই ক্ষ্যান্ত হচ্ছেন না সাঙ্গাকারা। গড়ে চলেছেন আরও নতুন নতুন রেকর্ডও। অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববারের (৮ মার্চ) ম্যাচেই তো ছুঁয়েছেন বিশ্বকাপে উইকেটের পেছনে দাঁড়িয়ে সর্বোচ্চ ডিসমিসালের মাইলফলক। অবশ্য, এই রেকর্ডে এখনও তার অংশীদার সাবেক অসি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট।

সাঙ্গাকারা থামবেন কোথায়, কে জানে? তবে থামার আগে নিশ্চয়ই ক্রিকেট বিশ্ব তাঁর কাছ থেকে পাচ্ছে অনেক কিছুই!

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত