মৌলভীবাজার সংবাদদাতা

০৮ মার্চ, ২০১৫ ২১:৫৩

নারী দিবসে মহিলা ফোরামের আলোচনা সভা ও র‌্যালি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যেগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যেগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় শহরে র‌্যালী বের হয় । র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সংগঠক লুৎফা বেগম হেপীর সভাপতিত্বে এবং বিপাশা দাশ গুপ্তের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির আহবায়ক মঈনুর রহমান মগনু, বাসদ জেলা কমিটির সদস্য বদরুল হোসেন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট  কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আবুল হাসান, চা শ্রমিক নেত্রী কাজল রায়, শিক্ষক হুমাইয়া সুলতানা শান্তা, শিল্পা রায়, শারমিন আক্তার, মাজেদা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা নারী নির্যাতন বন্ধ করার আহবান জানিয়ে বলেন সকল প্রকার বৈষম্য দূর করে সাম্য সমাজ গড়তে হবে । তবেই নারীরা তাদের প্রকৃত অধিকার পাবেন।

আপনার মন্তব্য

আলোচিত