নিজস্ব প্রতবিদেক

১০ মার্চ, ২০১৫ ১৪:১৮

জামিন না পেয়ে আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, ফটো সাংবাদিককে মারধর

হত্যা মামলায় কারাবন্দী আওয়ামিলীগ নেতা এড. মাহফুজ

হত্যা মামলার আসামী এক আইনজীবীকে জামিন না দেওয়ায় সিলেটে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীদের একাংশ। এসময় তারা আদালতের বিরুদ্ধেও বিভিন্ন শ্লোগান দেন। এই মিছিলের ছবি তুলতে গেলে এক ফটো সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন মিছিলকারী আইনজীবীরা।

জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা আবদুল আলী হত্যা মামলায় কারান্তরীন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানের জামিনের শুনানী ছিলো আজ। সকালে শুনানী শেষে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক কুদরত-ই খোদা জামিন নাকচ করেন। এসময় আদালত চত্বরে উপস্থিত আইনজীবীরা বিচারকের সিদ্ধান্তে ক্ষুব্দ হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলকালে বিভিন্ন উত্তেজনাকর শ্লোগানও দিতে থাকেন তারা।

বিক্ষোভ মিছিলের খবর পেয়ে স্থানীয় দৈনিক উত্তরপূর্ব ও সিলেটভিউ২৪.কমের ফটো সাংবাদিক নুরুল ইসলাম ছবি তুলতে গেলে মিছলকারী আইনজীবীরা তাকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন।

এদিকে, আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল ও সাংবাদিককে মারধরের ঘটনায় জরুরী বৈঠক করেছে সিলেট আইনজীবী সমিতি। মঙ্গলবার দুপুরে আদালতের লাইব্রেরী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অপর দিকে, ফটো সাংবাদিককে মারধরের ঘটনায় বিক্ষোব্দ সাংবাদিকরাও জড়ো হতে থাকেন আদালত চত্বরে। বেলা দেড়টায় তারা শহীদ মিনারের সামনে মানবন্ধন করে নুরুল ইসলামের উপর হামলার নিন্দা ও হামলাকারীদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিাতর সভাপতি সামিউল আলম বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এটা সমাধানের জন্য আমরা বৈঠকে বসেছি।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত