নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১৬:৫১

১২ দিন পর খুললো সিলেটের শপিং মার্কেট

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান সরকার বিরোধী আন্দোলন তথা হরতাল-অবরোধের কবলে পড়ে দীর্ঘ ১২ দিন পর শুক্রবার থেকে সিলেটে খুলতে শুরু করেছে মার্কেট, দোকানপাট। গত ১২ দিন দেশব্যাপী অবরোধ-হরতাল আর সিলেটে আঞ্চলিক হরতালের ফাঁদে পড়ে বন্ধ থাকে নগরীর বিভিন্ন মার্কেট, শপিংমল, দোকানপাট। তবে ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী হরতাল শুক্রবার সকাল ৬টায় শেষ হওয়ার পর ধীরে ধীরে খুলতে শুরু করে মার্কেট-শপিংমল। তবে মার্কেট-দোকানপাট খুললেও ব্যবসায়ীরা রয়েছেন আতংকের মধ্যে। আজকের পর থেকে, রবিবার থেকে যদি ফের হরতাল শুরু হয়, তবে বন্ধ করে দিতে হবে মার্কেট-ব্যবসা প্রতিষ্ঠান, এই শংকায় রয়েছেন ব্যবসায়ীরা।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে দেশব্যাপী টানা অবরোধ চলছে। এর মধ্যে হরতালের ডাকও দেয় ২০ দলীয় জোট। মড়ার উপর খরার ঘাঁ হিসেবে যোগ হয় আঞ্চলিক হরতাল। ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার পর ২০ দলীয় জোট দেশব্যাপী কয়েক দফা হরতালের ডাক দেয়। এর বাইরে সিলেটে ছাত্রদলের ডাকা আঞ্চলিক হরতালও যুক্ত হওয়ায় ব্যবসায়ীরা পড়েন চরম বিপাকে। এমনকি শুক্র-শনিবারও হরতালের ডাক দেয় ছাত্রদল। যে কারণে ফেব্রুয়ারি মাসের প্রথম ১২ দিনে খুলেনি ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মার্কেট, শপিংমল।

তবে গতকাল শুক্রবার সকাল ৬টায় হরতাল শেষ হওয়ার পর খুলতে শুরু করে নগরীর মার্কেট-শপিংমল। আজ শনিবারও খুলেছে মার্কেট-ব্যবসা প্রতিষ্ঠান। সরেজমিনে নগরী ঘুরে দেখা যায়, ব্লু-ওয়াটার, লন্ডন ম্যানশন, ওয়াহিদ ভিউ, সিটি সেন্টার, মধুবন, হাসান মার্কেট, আল হামরাসহ বিভিন্ন মার্কেট-শপিংমল খুলেছে।

তবে ব্যবসায়ীদের মধ্যে শংকা কাজ করছে, রবিবার থেকে হরতাল শুরু হলে বন্ধ করে দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠান-মার্কেট।  

 

 

আপনার মন্তব্য

আলোচিত