সিলেটুডে স্পোর্টস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৫ ১০:৪৫

জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে দক্ষিন আফ্রিকা

৫০ ওভার শেষে মিলার ১৩৮ এবং ডুমিনি ১১৫ রানে অপরাজিত থাকেন

টস জিতে দক্ষিন আফ্রিকাকে ব্যাটিং এ পাঠিয়ে ২১ রানেই আমলা আর ডি ককের উইকেট তোলে নিয়ে দারুন শুরু করেছিল জিম্বাবুয়ে । ৮৩ রানের ভিতর ডু প্লেসিস ও অধিনায়ক ভিলিয়ার্সও ফিরে গেলে নড়েচড়ে বসেছিলেন ক্রিকেটবোদ্ধারা।
প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আসা চিকুম্বুরার দল কি তাহলে অঘটনের ইঙ্গিত দিচ্ছে?

না সেই শঙ্কা হাওয়াতেই যেন উড়িয়ে দিলেন ডেভিড মিলার আর জন পল ডুমিনি । ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্যাটিং তান্ডব করেছেন প্রোটিয়াস এই দুই ব্যাটসম্যান । সেঞ্চুরি পেয়েছেন দুজনেই । হ্যামিল্টনের ছোট মাঠের বাইরে বল পাঠিয়েছেন বেশ কয়েকবার । সুলেমান মিরের বলে মিলারের একটি ছয় তো স্টেডিয়াম পারিয়ে পাশ্ববর্তী রাস্তায় গিয়ে আছড়ে পড়ে । মিরের ওই ওভার থেকেই আসে ৩০ রান ।

৫০ ওভার শেষে মিলার ১৩৮ এবং ডুমিনি ১১৫ রানে অপরাজিত থাকেন । জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা, চাতারা, চিগুম্বুরা, কামানগুজে ১ টি করে উইকেট পেয়েছেন ।

৩৪০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নামবে জিম্বাবুয়ে । জিম্বাবুয়ের বিশাল পরাজয়ই হয়ত অপেক্ষা করছে দিনশেষে ।

 

আপনার মন্তব্য

আলোচিত