ডেস্ক রিপোর্ট

১৬ ফেব্রুয়ারি , ২০১৫ ০৪:০৮

শাহবাগে বোমা হামলা, মাঝরাতে পুলিশ উঠিয়ে দিলো গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল

ব্লগার ও স্থপতি রাজীব হায়দার (থাবা বাবা) ও জাফর মুন্সীর স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান চলাকালে গণজাগরণ মঞ্চ লক্ষ্য করে সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে সন্ধ্যারাতের এ ঘটনার পর মাঝরাতে পুলিশ নিরাপত্তার অজুহাতে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল তুলে দেয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণজাগরণ মঞ্চ একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের বক্তব্য চলার সময় হাতবোমার বিস্ফোরণ হয়। এ সময় সমবেত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এরপর বিক্ষোভ মিছিলের পরপর আরও একটি হাতবোমা বিস্ফোরণ ঘটে একই স্থানে।

ইমরান এইচ সরকার জানান- মঞ্চের মাত্র দুই গজ পেছনে হাতবোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এসময় আহত হন এক ব্যক্তি। তিনি আরও বলেন- এভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। যুদ্ধাপরাধীদের বিচার ও সহিংসতার বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে শাহবাগে গণজাগরণ মঞ্চ লক্ষ্য বোমা হামলার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের পর সমাবেশে বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত বোমা হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তবে বোমা বিস্ফোরণের কথা স্বীকার করলেও কেউ হতাহত হননি বলে দাবি করেন শাহবাগ থানার ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন ফরাজী।

এদিকে নিরাপত্তার স্বার্থে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল তুলে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১২ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের উপস্থিতিতে পুলিশ গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল তুলে দেয়। মিডিয়া সেলে গণজাগরণ মঞ্চ ঘোষিত রাজনৈতিক কর্মসূচির নামে চলমান নাশকতার বিরুদ্ধে ‘প্রতিবাদী গণস্বাক্ষর’ সংগ্রহ কর্মসূচি চলছিল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহের পর সরকারের কাছে হস্তান্তরের কথা ছিল।

এ বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানান- মিডিয়া সেল কি কারণে তুলে দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট না। নিরাপত্তার অজুহাতে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া গণজাগরণ মঞ্চের কাম্য নয়।

এদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান- প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তার স্বার্থে মিডিয়া সেল তুলে দেওয়া হয়েছে এবং মালামাল নিয়ে যেতে বলা হয়েছে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত