নিউজ ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৫ ২১:১৮

মাথায় স্কার্ফ না থাকায় মিশেলের ছবি ব্লার করল সৌদি টিভি!

মাথায় স্কার্ফ না থাকায় মিশেল ওবামার ছবি ব্লার করে দেখানো হয় বলে দাবি করে মার্কিন সংবাদসংস্থা ব্লুমবার্গ নিউজ


মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা রিয়াধে পা রাখতে না রাখতেই শুরু হয়ে গেল বিতর্ক। সৌদি আরবের নতুন রাজা সলমনের সঙ্গে ওবামা দম্পতির সাক্ষাতের ছবি সম্প্রচার করে সে দেশের সরকারি টেলিভিশন। কিন্তু, মাথায় স্কার্ফ না থাকায় মিশেল ওবামার ছবি ব্লার করে দেখানো হয় বলে দাবি করে মার্কিন সংবাদসংস্থা ব্লুমবার্গ নিউজ। এ নিয়ে ইউ টিউবে একটি ভিডিওও পোস্ট করা হয়। তবে, আমেরিকার সৌদি দূতাবাস এই খবর সত্যি নয় বলে পাল্টা দাবি করেছে। 

প্রসঙ্গত, সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ যেখানে মেয়েদের ড্রাইভিং নিষিদ্ধ। সে দেশে অভিভাবকের অনুমতি ব্যাতীত মহিলাদের জোটে না পরিচয় পত্র। সৌদিতে মহিলাদের হিজাব পরা বা অন্তত মাথায় স্কার্ফ পরাটা বাধ্যতামূলক।

মিশেল ওবামার ছবি ব্লার করা নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও বিতর্ক চলছে । পাওয়া যাচ্ছে মিশ্র মত।

আপনার মন্তব্য

আলোচিত