নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০১৫ ২২:৫৫

প্রাথমিক শিক্ষকদের বেতনস্কেলের জটিলতা নিরসন হয়েছে : অর্থমন্ত্রী

সরকারি প্রাথমিক শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসন হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা নেতৃবৃন্দকে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নেই শুধু কাজ করছেনা বরং শিক্ষকদের উন্নীত বেতন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষেও কাজ করছে। 

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি ওয়েছ আহমদ চৌধুরীর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি আবুল খায়ের, জেলা সিনিয়র সহ-সভাপতি আহমদুল কিবরিয়া বকুল, সহ-সভাপতি গোলাম রব হাসনু, সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক গনেশ পাল দীপু, নুহেল আহমদ চৌধুরী, আব্দুস শহীদ তাপাদার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র তালুকদার, অর্থ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সঞ্জয় কুমার নাথ, সমবায় সম্পাদক ননী গোপাল দাশ, জেলা ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক শিমুল আক্তার, সহ-মহিলা সম্পাদিকা শুকলা দে, মহানগর যুগ্ম সম্পাদক সেগুপ্তা কানিজ আক্তার, সদর উপজেলা সহ-সভাপতি শাহাজাদী খানম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি আব্দুল গফুর মজুমদার, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি অনীল চন্দ্র শর্ম্মা, দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি আলাউদ্দিন, বিদ্যুৎ রঞ্জন দাশ, জান্নাতুল ফেরদৌস, বিপ্লবী পাল।



আপনার মন্তব্য

আলোচিত