নিউজ ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৪ ১৪:৪৩

কমলাপুরে ট্রেন-ভ্যান সংঘর্ষে নিহত ২, গুরতর আহত ৪


রাজধানীর কমলাপুরে ট্রেনের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে কমলাপুর কনটেইনার টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগির সঙ্গে ধাক্কা খায়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ বলেন, “আমরা ঘটনাস্থলে দুই জনের মৃতদেহ পেয়েছি। আরো আটজনকে হাসপাতালে পাঠিয়েছি।”
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এদিকে এই ঘটনায় কাভার্ড ভ্যান চালককে দায়ী করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক । ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছেন রেল মন্ত্রনালয় ।

আপনার মন্তব্য

আলোচিত