নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০১৫ ১৯:০৫

সোবহানিঘাটে বাসে আগুন (ভিডিও)

যাত্রী নামিয়ে পেট্রোল ধরিয়ে আগুন দেয়া হয়


সোবহানিঘাটে কানাইঘাট লাইনের একটি বাসে যাত্রী বেশে ঢুকে পেট্রোল ধরিয়ে আগুন দিয়েছে অবরোধকারীরা।
আজ ৫ টার দিকে এই ঘটনা ঘটে।  স্থানীয় জনতা বালু দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও বাসটি পুড়ে যায়।
এতে ৪ জন আহত হয়েছেন।   এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি ।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর সোবহানীঘাটে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বাসচালক ফরিদ, যাত্রী এমাদ হোসেন, সাইফুল্লাহ ও কামরান দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট কমদতলী বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহি বাস (সিলেট জ-১১-০৩০৮) জাফলং যাচ্ছিল। বাসটি বিকাল সাড়ে ৫টার সময় সোবহানীঘাট স্ট্যান্ডে এসে যাত্রী তুলছিল। এ সময় পায়ে হেটে কয়েকজন যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

তবে বাসচালক ফরিদ জানান, যাত্রী তোলার সময় হঠাৎ কয়েকজন যুবক এসে যাত্রীদের বাস থেকে নামতে বলে। পরে যাত্রীরা নামার আগেই পোট্রোল বোমা নিক্ষেপ করে তারা পালিয়ে যায়।

সিলেট কোতয়ালী থানার ওসি এ ঘটানার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘৩টি মটর সাইকেলে করে কয়েকজন যুবক এসে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’


ভিডিও : ভিডিও দেখতে ক্লিক করুন

আপনার মন্তব্য

আলোচিত