প্রধান সম্পাদক : কবির য়াহমদ
সহকারী সম্পাদক : নন্দলাল গোপ
৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
[email protected]
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
© ২০১৪ - ২০২৪
০১ ফেব্রুয়ারি , ২০১৫ ২১:৩৭
বসন্ত এসে গেছে… আর কিছুদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। কিন্ত তার আগেই প্রেম এসে হাজির দেবের জীবনে। শুভশ্রী এখন অতীত। তাই নতুন প্রেমিকায় মন মজেছে দীপকের। আর দেবের হৃদয়ে এই খালি স্থাননি পূরণ করে দিয়েছেন ঋত্বিকা সেন। কিছুদিন আগে এক সংবাদিক সম্মেলনে দেব বলেছিলেন ‘আর মাত্র তিন বছর তারপরই বিয়েটা সেরে ফেলবো’। তাহলে কি তিনি ঋত্বিকাকে বিয়ে করবেন বলে ঠিক করে ফেলেছেন দেব? ব্যস্ত হবার কিছু নেই। আপনার হাটথ্রব এখনও সিঙ্গলই আছেন। আদতে বাস্তবিক নয় লাইট-ক্যামেরার দুনিয়ায় দেবের সাথী হতে চলেছেন ঋত্বিকা।
আদতে রিল লাইফে এই জুটিকে মেলাতে চলেছেন পরিচালক অর্পনা সেন। ছবি নাম ‘আর্শিনগর’। আসলে শেক্সপিয়ারের দুইমলাটের রোমিও জুলিয়েটে এবার ধরা পড়তে চলেছে পরিচালক অর্পনা সেনের ক্যামেরার লেন্সে। আর এই ছবিতে রোমিও-র চরিত্রের জন্য প্রথম থেকেই অপর্না ঠিক করে রেখেছিলেন টলিউডের চকোলেট বয় দেবকে। কিন্তু জুলিয়েটের চরিত্রে কে অভিনয় করবেন তা বুঝে উঠতে পারছিলেন না পরিচালক। তবে কিছুদিন আগে জুলিয়েটের হিসাবে তিনি বেছে নিয়েছেন টলিউডের নবাগতা ঋত্বিকার নাম। সম্প্রতি কলকাতায় শুরু হয়ে গেছে ছবির শুটিং। শুধুমাত্র সময়ের অপেক্ষা পর্দায় জমে উঠবে দেব-ঋত্বিকা রোম্যান্স ।
আপনার মন্তব্য