সুনামগঞ্জের শাল্লায় গুলিতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার আটগাঁও ইউনিয়নের চিকাডুপি গ্রামের আব্দুল মতিনের ছেলে জামির হোসেন (৩৫)।গতকাল বিকাল ৩টায় শর্মা গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে শাল্লা থানা পুলিশ। ।এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শাল্লা থানা অফিসার ইন্চার্জ আনিছুর রহমান।
দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার ফতেহ মোহাম্মদ ফয়সল বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি ।দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে হত্যাকারীদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনর্চাজকে নির্দেশ দেয়া হয়েছে।
আপনার মন্তব্য