সিলেট টুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১০:২১

অবরোধকারীদের পেট্রোল বোমা হামলায় কুমিল্লায় ৭ জন নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অবরোধকারীরা পেট্রোল বোমা হামলা করলে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অবরোধকারীরা পেট্রোল বোমা হামলা করলে  অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

ঘটনাস্থল থেকে চৌদ্দগ্রাম থানার একজন পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানাচ্ছেন, ভোররাত তিনটার দিকে ওই বোমা হামলার ঘটনাটি ঘটে। আইকন পরিবহনের একটি বিলাসবহুল বাস যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা আসছিলো।

বাসটি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় আসার পর অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। তখন যাত্রীদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন। এতে ঘটনাস্থলেই সাত জন পুড়ে মারা যান। তবে সকাল পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নেয়া হয়।
আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিস্টার কুদ্দুস জানান ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

তিনি জানান আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অবরোধকারীদের পেট্রোল বোমা হামলায় এ পর্যন্ত ৪৮ জন মানুষ নিহত হলেন

 

আপনার মন্তব্য

আলোচিত