সিলেট টুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৫ ২৩:৩১

চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলার ঘটনায় কুমিল্লা জামায়াতের সেক্রেটারি আটক

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি খন্দকার দেলোওয়ার হোসেনকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি খন্দকার দেলোওয়ার হোসেনকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে নগরীর ইপিজেড রোডের রোসা সুপার মার্কেট থেকে তাকে আটক করা হয়। খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক। তিনি সাবেক রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি এবং কুমিল্লা শহর শাখা শিবিরের সভাপতি ছিলেন। এছাড়া তিনি নগরীর সোনার বাংলা হাসপাতালের চেয়ারম্যান। কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত(২ ফেব্রুয়ারি দিবাগত রাত) রাতের  কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে । এই ঘটনায় ৭ জন নিহত এবং ১৬ জন গুরুতর আহত হয়েছেন ।

আপনার মন্তব্য

আলোচিত