রাইআন কাব্য

০৬ ফেব্রুয়ারি , ২০১৫ ০৯:৪০

চলছে এসএসসি পরীক্ষা, নিরাপত্তা জোরদার

হরতাল অবরোধের নাশকতার শঙ্কা নিয়েই অবশেষে দেশব্যাপী শুরু হল এসএসসি পরীক্ষা ।

হরতাল অবরোধের নাশকতার শঙ্কা নিয়েই অবশেষে দেশব্যাপী শুরু হল এসএসসি ও সমমানের পরীক্ষা । সকাল সাড়ে ৮টা থেকেই  প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা আসতে শুরু করেন । শুক্রবারের জন্য সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষায় সবগুলো কেন্দ্রেই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ।

সিলেট বোর্ডের মোট ১১৯টি কেন্দ্রে  ৭২ হাজার ২৩০ জন পরীক্ষার্থী রাজনৈতিক অস্থিরতার এই সময়ে জীবনের গুরুত্বপূর্ন এ পরীক্ষায় অংশ নিচ্ছেন । সকালে শাহপরান উচ্চ বিদ্যালয় , হাতিমআলী উচ্চ বিদ্যালয়  , সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় , সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়  কেন্দ্র ঘুরে দেখা গেছে সবগুলো কেন্দ্রের পরীক্ষার্থী উপস্থিতি শতভাগ । প্রতিটি কেন্দ্রেয় রয়েছে পুলিশ, র‍্যাব ও বিজিবির পাহারা । সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থা ঘুরে দেখেছেন ।

গতরাতে হঠাৎ বিবৃতির মাধ্যেম জেলা ছাত্রদল সিলেট বিভাগে শুক্র ও শনিবার হরতাল ঘোষণা করলেও মাঠে দেখা যায়নি তাদের। তাদের ডাকা এই 'হরতাল'ও কার্যত প্রভাবহীন হয়ে পড়েছে ।

শুক্রবারেও নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে ।

শেষ খবর পাওয়া পর্যন্ত নগরী ও আশেপাশের পরীক্ষা কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি ।

আপনার মন্তব্য

আলোচিত