নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি , ২০১৫ ১৯:৪৬

শাবিতে ছাত্র রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহরের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা। বিএনপি ও জামায়াতের হরতাল-অবরোধের নামে হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা এ দাবি জানান। ক্যাম্পাসের ভিতরে সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক কর্মকান্ড সাময়িকভাবে নিষেধাজ্ঞা থাকায় দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে সুমরা গেইট প্রদক্ষিন করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি-জামায়াতে দেশ ও জন বিরোধী কার্যকলাপ বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপের আহŸান জানান।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল কাদির রেদুয়ান, মুহিবুল ইসলাম মিছবাহ, আইনুল ইসলাম, আব্দুস সালাম মঞ্জু, রবিউল আওয়াল রবিন, সাজেদুর রহমান সৌরভ, আসিফ হোসেন রনি, আলী হাসান, মাজহারুল হক পিটুল, সুশেন দাস, সৈকত আকন্দ, লিংকন ভুইয়া, মুনিবুর রহমান, সোহেল, কামরুল, মাছুম, জাকারিয়া, সাখাওয়াত প্রমুখ। 

 

 

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত