নিউজ ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৪ ০১:২৬

গাজীপুরে বাসে আগুন দিলো জামায়াত-শিবির সন্ত্রাসিরা

 

একাত্তরে মানবতাবিরোধি অপরাধের দায়ে প্রমাণিত, ১৪০০ লোককে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামি নেতা রাজাকার এটিএম আজহারুল ইসলামের রায়ের বিরুদ্ধে ডাকা জামায়াতে ইসলামির দুই দিনের হরতালের আগের রাতে গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকেরা।

৩০ ডিসেম্বর রাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস ও চান্দনা-চৌরাস্তা এলাকায় এসব ঘটনা ঘটে।  রাত পৌনে ১০টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর থেকে ঢাকাগামী ভিআইপি-২৭ পরিবহনের একটি চলন্ত বাসে যাত্রীবেশে থাকা হরতাল সমর্থকরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

 



এদিকে গাজীপুর ফায়ার স্টেশন সূত্রে জানা যায়,  রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে চান্দনা-চৌরাস্তা এলাকায় বলাকা পরিবহনের একটি বাসে একইভাবে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে দুটি বাসের আগুন নেভান। আগুনে দুটির বাসের আসনসহ ভেতরের অধিকাংশই পুড়ে গেছে।

 



বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। 



৩০ ডিসেম্বর  ট্রাইব্যুনালে আজহারের যুদ্ধাপরাধ মামলার রায়ে ফাঁসির আদেশ আসার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এই হরতালের ঘোষণা দেন।

 

আপনার মন্তব্য

আলোচিত