নিউজ ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৫ ২৩:৪৫

সিলেটে বিএনপি ও ছাত্রদল নেতা আটক

সিলেট নগরীর মেডিক্যাল রোড থেকে বিএনপি নেতা কবির আহমদ এবং শহরতলীর টুকেরবাজার মৎস্য আড়ত থেকে ছাত্রদল নেতা শামীম আহমদকে আটক করেছে পুলিশ। 

আটককৃতদের কোতয়ালি থানা হাজতে রাখা হয়েছে। 

জানা যায়- বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল রোড থেকে মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি নেতা কবির আহমদকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।

এদিকে বিকেল ৪টার দিকে টুকেরবাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামীম আহমদকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে কবির আহমদ এবং শামীম আহমদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত