ডেস্ক রিপোর্ট

২৬ ফেব্রুয়ারি , ২০১৫ ১৭:০৮

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম সিলেটের মতবিনিময়

দেশের চলমান অচলাবস্থা ও ক্রম অবনতিশীল পরিস্থিতি নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রিয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নগরীর স্টেশন ক্লাব সংলগ্ন সুরমা ভ্যালী রেস্টহাউসের কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা অবিলম্বে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার ও আনদোলনরত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান। 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক চৌধুরী এডভোকেট, স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন চতুলী, সাহাবুদ্দীন আহমদ সাবু প্রমুখ।

 

 

আপনার মন্তব্য

আলোচিত