সিলেট জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন এই আহবায়ক কমিটিতে এরশাদপন্থীরা স্থান পেয়েছেন। কমিটিতে আহবায়কের দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ সিদ্দিকী ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ওসমানী আলী। এর আগে ২০১৩ সালে সেলিম উদ্দিনকে সভাপতি ও সৈয়দ আবুল কাশেম মন্টুকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়েছিল। ওই কমিটিতে রওশনপন্থী নেতারাই বেশি ছিলেন।
কমিটি ঘোষনার বিষয়টি নিশ্চিত করেছেন- সিলেট জেলা জাপার নতুন আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী।
তিনি জানান, বৃহস্পতিবার কেন্দ্র থেকে ফোনে কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার এ ব্যাপারে লিখিত নির্দেশনা সিলেটে আসবে।
এদিকে কমিটিতে যুগ্ম-আহবায়কের দায়িত্ব পেয়েছেন- আব্দুল মালেক খান, মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, আব্দুর সহিদ লস্কর বশির, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, ব্যারিস্টার ইমানুল হামিদ। এছাড়া বাকিদের নাম জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৩ সালে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনকে সভাপতি, সৈয়দ আবুল কাশেম মন্টুকে সাধারণ সম্পাদক এবং ফয়েজ আহমদ রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে জেলা জাতীয় পার্টির ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ভেঙ্গে আজ নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আপনার মন্তব্য