নিউজ ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৫ ০১:৫৩

অনুমতি না পেলেও সমাবেশের হুঙ্কার রিজভীর

দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ ডিসেম্বরের পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করলেও আগামী ৫ জানুয়ারি জনসভাসহ ঘোষিত কর্মসূচি পালন করার ব্যাপারে অটল রয়েছে বিএনপি।

১ জানুয়ারি বৃহস্পতিবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।

৩১ ডিসেম্বরের সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করেন। ওই দিন সারা-দেশে সভা-সমাবেশ ও কালোপতাকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একটি কেন্দ্রীয় সমাবেশও করবে বিএনপি।

এ ব্যাপারে  রিজভী আহমেদ  বলেন, ‘আমি বলেছি, প্রশাসন আমাদের অনুমতি না দিলেও ৫ জানুয়ারি ঘোষিত কর্মসূচি পালন করা হবে।’

ছাত্রদলের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্র হত্যার ওই দিনটিতে ঢাকায় জনসভার অনুমতি চেয়ে পুলিশের কাছে ইতোমধ্যেই আবেদন করেছি। আমাদের নেতারা আজ মহানগর পুলিশ দপ্তরে গিয়েছিলেন। তারা (পুলিশ) বলেছে, জনসভার অনুমতি দেবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৫ জানুয়ারি আমাদের কর্মসূচি করতেই হবে। এই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

এর আগে বিকেলে দলের প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল জনসভার বিষয়ে কথা বলতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যান। কমিশনারকে না পেয়ে তারা সহকারী কমিশনারের সঙ্গে কথা বলেন। কমিশনার গোপালগঞ্জে গেছেন। তিনি ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে বিএনপির প্রতিনিধি দলকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত