নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০১৫ ১৮:৫৯

সিলেটের ইতিহাসে প্রথম এমটিবি সাইকেল রেসে চ্যাম্পিয়ন ঢাকার রনি

সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে শুক্রবার সিলেটের ইতিহাসে প্রথমবারের মত রয়েল সিটিতে অনুষ্ঠিত হয়েছে এমটিবি রেস ২০১৫ ।
এই রেসে অংশ নিতে ঢাকা , চট্টগ্রাম, ঠাকুরগাঁও ও নারায়ণগঞ্জ থেকে  সাইক্লিষ্টরা যোগ দেন ।
 ৫ কিলোমিটার ট্রাকের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন ভেলসি টিম ঢাকার মোহাম্মদ রনি মাসুদ রানা ।  প্রথম রানার আপ হয়েছেন মোহাম্মদ আবুল বাশার । দ্বিতীয় রানারআপ হয়েছেন মাসুদ রানা ।৪র্থ হয়েছেন মোহাম্মদ মাহবুব আলম , ৫ম মোরশেদুল ইসলাম রিফাত , ৬ষ্ট মাহদি হাসান, ৭ম মোহাম্মদ আব্দুল কাদের রাজ, ৮ম মোহাম্মদ নূর আলম , ৯ম সালমান সাদিক্ম এবং ১০ম হয়েছেন আলেন তালুকদার ।
সাইকেল রিপাবলিকের স্পন্সরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়  প্রথম পুরষ্কার বিজয়ী পেয়েছেন ১৫ হাজার টাকা । দ্বিতীয় পুরষ্কার  ১০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন ৫ হাজার টাকা ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তোলে দেন সিলেট সাইক্লিং কমিউনিটির অন্যতম মডারেটর আরিফ আক্তারুজ্জামান ।


আপনার মন্তব্য

আলোচিত