গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা থাকলেও দুই মাসের বেশি সময় ধরে তার রায় ঝুলিয়ে রাখা হয়েছে। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তির রায় কার্যকরের জন্য ৫ ফেব্রুয়ারির মতো আবারো ছাত্র-জনতাকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।
শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে বিকাল ৪টা থেকে চার ঘণ্টা গণ অবস্থান কর্মসূচি চলাকালে তিনি এ আহ্বান জানান।
সরকারকে কামারুজ্জামানের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কামারুজ্জামানের রায় নিয়ে কালক্ষেপণ না করে অবিলম্বে তার রায় কার্যকর করতে হবে, কেউ তাকে রক্ষা করতে চাইলেও পারবে না।
গত ৩ নভেম্বর সর্বোচ্চ আদালত চূড়ান্ত রায়ে একাত্তরে আল বদরের ময়মনসিংহ জেলা শাখা প্রধান মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাজা বহাল রাখায় ঘোষণা দেয়।
ইমরান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও দূতাবাস কামারুজ্জামানের পক্ষে সাফাই গাওয়ায় রায়ের বিরুদ্ধে কোন রিভিউ পিটিশনের সুযোগ না থাকলেও রিভিউ করার সুযোগ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য