ক্রীড়া প্রতিবেদক

১১ মার্চ, ২০১৫ ০১:১৭

ইনজুরিতে দলছুট বিজয়ের আক্ষেপ

এডেইলেডে ইংলিশ বধে মাঠেই থাকতে পারতেন তিনি । হয়ত রাখতেন কোন ভূমিকাও । হয়ত অসাধারণ কোন ইনিংস কিংবা দারুণ কোন ক্যাচ ধরে আলোচনায়ও আসতে পারতেন । তিনি ইনজুরি তাঁর সব উপলক্ষ্য কেড়ে নিয়ে উপহার নিয়েছে একরাশ আক্ষেপ । বাংলাদেশ দল যেখানে সাফল্যের প্রশংসায় ভাসছে সেখানে এনামুল হক বিজয়কে দূর থেকেই সব দেখতে হচ্ছে ।
ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া স্বপ্নিল বাংলাদেশ দলের সাথে থাকতে না পারার তাই আক্ষেপ করেছেন ইনজুরি আক্রান্ত বাংলাদেশ দলের এই  ওপেনার  ।
বিজয় তাঁর ফেসবুক পেজে নিজের ছবির পোষ্ট করে লিখেছেন- ' কাঁধের ইনজুরিতে বিশ্বকাপ স্কোয়াডের সাথে থাকতে না পারা আমার জন্য সত্যিই খুব কষ্টের । সবাইকে খুব মিস করছি এবং মুখিয়ে আছি আবারও দলে ফিরতে । আমার জন্য প্রার্থনা করবেন'

স্কটল্যান্ডের সাথে খেলায় ফিল্ডিং-এ আহত হয়ে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর তিনি দলছুট । শোল্ডার ইনজুরিতে পড়ে ডাক্তার দেখিয়েছেন এডেইলেডে । আছেন বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে ।

 

আপনার মন্তব্য

আলোচিত