নিউজ ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৫ ১৩:৩৫

ফের আত্মগোপনে ফখরুল

পাওয়া যাচ্ছে না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে , নেতাকর্মীরা হতাশ

৫ জানুয়ারির বিএনপির সমাবেশ হওয়া না হওয়া নিয়ে চরম উত্তেজনাকর মূহুর্তে  আবারও আত্মগোপনে চলে গেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার আর একা নয়, পরিবারের অন্যদের নিয়েই হাওয়া হয়ে গেছেন এ নেতা । আত্মোগোপনে চলে গেছেন দলের সিনিয়র বেশির ভাগ নেতাই । এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে হতাশা । তারা বলছেন গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়ানো ফখরুলের পর্যায়ের নেতার পক্ষে মানায় না । তবে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শিমুল বিশ্বাস অবশ্য জানিয়েছেন, কৌশলগত কারনেই নেতারা এখন পুলিশের চোখ এড়িয়ে চলছেন । ৫ জানুয়ারির সমাবেশ সফল করতেই এ কৌশল নিয়েছেন তারা । যেকোন মূল্যে সমাবেশ করার কথাও জানান শিমুল বিশ্বাস।

এদিকে গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়ার পথ আটকানোর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনেও অবস্থান নিয়েছে পুলিশ। রাতে তার বাসায় তল্লাশিও হয়েছে। তবে সে সময় বাসায় ছিলেন না ফখরুল।

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়ির দুই তলার একটি ফ্লাটে থাকেন মির্জা ফখরুল। রোববার ভোর রাত ৩টার দিকে তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ।
সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ সদস্যরা তার বাসায় ঢুকে আধা ঘণ্টা ব্যাপী তল্লাশি চালায় বলে বাসার কেয়ারটেকার কাজল জানিয়েছেন।

এরপর থেকে গোয়েন্দা পুলিশের একটি গাড়ি বাসার কাছে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি।

তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ পরিবারের সবাই শুক্রবার থেকেই বাসার বাইরে বলে জানান কাজল।

মির্জা ফখরুল কোথায় আছেন সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

এদিকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে উদ্দেশ্যে যেতে চাইলে তার পথ আটকায় পুলিশ।

কার্যালয়ের মূল ফটকের সামনে আড়াআড়ি করে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়, যা সরানো হয়েছে সকাল ৬টার দিকে। রাত থেকে গুলশানের কার্যালয়েই অবস্থান করছেন খালেদা জিয়া।

আপনার মন্তব্য

আলোচিত