নিউজ ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৫ ১৬:১৫

জিন্দাবাজারে পুলিশ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫, আটক ১১

সিলেট নগরীর জিন্দাবাজারে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

সিলেট নগরীর জিন্দাবাজারে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে। আজ বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকাল চারটার দিকে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের নেতৃত্বে একটি মিছিল চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে কোট পয়েন্ট অভিমুথে আসতে চাইলে জিন্দাবাজার এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এতে মিছিলকারীরা বিক্ষুব্দ হয়ে পুলিশকে নিক্ষেপ করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশকে উদ্দেশ্য করে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায় ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলকারীদের রুখতে পুলিশ পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘষ বেধে যায়। সংঘষ চলাকালে মিছিলকারীরা কয়েকটি হাতবোমা বিষ্ফোরন ঘটায়। এসময় পুলিশ অন্তত ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভংগ করে দেয় পুলিশ ।

পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদল নেতাকর্মীরা হা্ওয়াপাড়া গলির ভিতর দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে পুলিশ। ১১ জনকে আটকের কথা স্বীকার করলেও আটককৃতদের নাম জানাতে পারেননি কতোয়ালি থানার এসি সাজ্জাদ হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত