নিউজ ডেস্ক

০৫ জানুয়ারি, ২০১৫ ১৫:০৪

সুনামগঞ্জে আ'লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

আহত সাংবাদিক, পুলিশসহ আওয়ামিলীগ-বিএনপি নেতাকর্মি

সুনামগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ৩ দফা সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমপক্ষে ২৫ রাউন্ড টিয়ারশেল ছুড়েছে পুলিশ। সংঘর্ষের পর শহরের বিভিন্ন মোড়ে বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। 



৫ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতনকোর্ট এলাকা থেকে বিএনপির কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি থানার সামনের সড়কে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা রমিজ বিপণির কার্যালয় চত্বর থেকে মিছিল বের করে। এ সময় দু'পক্ষ মুখোমুখী হলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। 


শহরের পুরাতন বাসস্টেশসন থেকে ছাত্রদলের একটি মিছিল কালীবাড়ী এলাকায় পৌঁছালে রমিজ বিপণির কার্যালয় থেকে আওয়ামী লীগ সমর্থকরা লাঠিসোটাসহ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় আবারো আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ সংঘর্ষ থামাতে কমপক্ষে ১০ রাউন্ড টিয়ারশেল ছুড়ে।পরে অতিরিক্ত পুলিশ, র্যা ব ও বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত