০৫ জানুয়ারি, ২০১৫ ১৫:১৩
বিএনপির-জামায়াতপন্থি আইনজীবিরা বাংলাদেশ সুপ্রীমকোর্টের এক বিচারপতির গাড়ি ভাঙলেন। আহত হয়েছেন বিচারপতির নিরাপত্তারক্ষী এক পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে বিএনপি-জামায়াতপন্থি শতাধিক আইনজীবী সোমবার বেলা ১২টা থেকে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করছিল।
৫ জানুয়ারি দুপুর ১টার দিকে হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ বাসায় যাওয়ার জন্য তার গাড়িচালককে গাড়ি বের করতে বলেন। চালক বিচারপতির পতাকাবাহী গাড়িটি (ঢাকা মেট্রো-গ ২৭-৩১৪৫) বের করে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সিড়ির গোঁড়ায় রাখেন।
এক পর্যায়ে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে দাঁড়ানো বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা গাড়িটি ভাংচুরের উদ্দেশ্যে লাঠি নিয়ে এগিয়ে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আইনজীবীদের লাঠির আঘাতে পুলিশ কনস্টেবল মুস্তাফিজুর রহমানের মাথা ফেটে যায়। এছাড়া হামলায় সেখানে থাকা গেটের দারোয়ান ও বাগানের মালি আহত হয়।
পরে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দ্রুত আইনজীবীদের সরিয়ে নিলে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান। এ সময় বিচারপতির গাড়িটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
আপনার মন্তব্য