অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের ৬টি খেলাই বাংলাদেশ সময়ের হিসাবে দিনের বেলাতেই পড়েছে । বাংলাদেশ-নিউজিল্যান্ড ও বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা আবার ছুটির দিনে হওয়ায় গুরুত্বপূর্ন দুটি ম্যাচ ভালোভাবেই উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা ।
আফগানিস্তানের সাথে টাইগারদের প্রথম ম্যাচ ক্যানেবেরায় আগামী ১৮ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ।
আত্মর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ শে ফেব্রুয়ারি) ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। এই ম্যাচও বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ।
একই সময়ে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলংকার মোকাবেলা করবে মাশরাফির দল । ঠিক এক সপ্তাহ পর স্বাধীনতার মাসে ৫ মার্চ বৃহস্পতিবার সাক্সটোন ওভালে ভোর ৪টায় আইসিসি সহযোগি সদস্য স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টাইগার বাহিনী।
৯ মার্চ সোমবার ইংল্যান্ডের সাথে এডিলেড ওভালে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা ।
বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে আগামী ১৩ মার্চ হ্যামিল্টনে অপর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সবগুলো খেলাই স্টার স্পোর্টস ও বিটিভিতে দেখা যাবে ।
আপনার মন্তব্য