নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৪ ১৮:০৪

সুনামগঞ্জে পুলিশি অভিযান : ১২ জুয়াড়ি আটক

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, লাল মিয়া (৫৫) সুরেশ চন্দ্র দাস(৪০), গনেন্দ্র চন্দ্র দাস (৩৯), দুখু সেন (৩৮), নারায়ন চন্দ্র দাস (৩০), হাফিজুর রহমান (৩৩), সুমন মিয়া (২৭), মাহমুদ মিয়া (৪৫), প্রমোদ রঞ্জন দাস (৫৫), রকিব মিয়া (২৮), বাবুল মিয়া (৪৫) ও আব্দুল হক (৫০)।

তারা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও, ডোমরা, সুলতানপুর ও কান্দিগাঁও এলাকার বাসিন্দা। এদের মধ্যে আব্দুল হকের নামে একটি মারামারির ঘটনায় ওয়ারেন্ট ছিল। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জুয়াড়িদেরকে তিনশ' টাকা করে জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত