নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৪ ২৩:৪৫

সুন্দরবনে দূষনের প্রতিবাদে নগরনাটের প্রতিবাদি সাংস্কৃতিক সমাবেশ

নগরনাটের প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা

ফার্নেস ওয়েল ছড়িয়ে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবন দূষনের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন নগরনাট। গান ও কবিতায় সুন্দরবনে চলমান দূষণ এবং ধ্বংসের বিরুদ্ধে এক সঙ্গে মিলিত হওয়ার আহবান জানান তারা ।
'বাঁচুক সুন্দরবন' শিরোনামে এই আয়োজনে বক্তারা সুন্দরবনের পরিবেশ রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহন করার দাবি জানান । সুন্দরবনের ক্ষতি হয় এমন কোন প্রজেক্ট বাস্তবায়ন হলে সবাই মিলে প্রতিরোধের ডাকও দেয়া হয় সমাবেশ থেকে । অরূপ বাউলের সঞ্চলনায় এই প্রতিবাদী আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন ।

আপনার মন্তব্য

আলোচিত