নিউজ ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৫ ১৩:২৯

অবরোধ পালনে অনীহা গাজীপুর বিএনপির, প্রত্যাহারের অনুরোধ মানছে না হাইকমান্ড

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চেয়ারপারসন খালেদা জিয়াকে ইজতেমা উপলক্ষ্যে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন

গাজীপুর জেলার টঙ্গিতে বসছে মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জমায়েত বিশ্ব ইজতেমা । আর এইসময় কীনা টানা অবরোধে কবলে দেশ । গাজীপুর বিএনপি এই সময়ে অবরোধ পালনে তাদের অনীহার কথা প্রকাশ্যেই জানিয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চেয়ারপারসন খালেদা জিয়াকে ইজতেমা উপলক্ষ্যে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন ।  কিন্তু দলের হাইকমান্ড থেকে কোন সাড়া পাওয়া যায়নি ।

উল্টো রুহুল কবির রিজভী আহমদ জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

বিএনপির এমন সিদ্ধান্ত সাধারন মানুষ তো বটেই , খোদ নিজ দলের নেতাকর্মীরাই ভালো চোখে দেখছেন না । তারা মনে করছেন , বিশ্ব ইজতেমার সময় অবরোধ প্রত্যাহার না করলে ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত দেয়া হবে যা বৃহত্তর আন্দোলনের জন্য ভালো ফল বয়ে আনবে না । জানা গেছে  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জোটসঙ্গী জামায়াতে ইসলামীর চায় না বলেই বিএনপি নেত্রী অবরোধ প্রত্যাহার করছেন না ।

এদিকে দেশব্যাপী চলা টানা অবরোধের তৃতীয় দিনে  ঝটিকা মিছিল, কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে গাড়ি ভাঙচুর করা হলেও স্তস্ফূর্ততা নেই ।  জনগণের দুর্ভোগ ছাড়া এই অবরোধ থেকে বিএনপি কি এমন আদায় করতে পারবে তা নিয়েই এখন প্রশ্ন মানুষের?




আপনার মন্তব্য

আলোচিত