গাজীপুর জেলার টঙ্গিতে বসছে মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জমায়েত বিশ্ব ইজতেমা । আর এইসময় কীনা টানা অবরোধে কবলে দেশ । গাজীপুর বিএনপি এই সময়ে অবরোধ পালনে তাদের অনীহার কথা প্রকাশ্যেই জানিয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চেয়ারপারসন খালেদা জিয়াকে ইজতেমা উপলক্ষ্যে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন । কিন্তু দলের হাইকমান্ড থেকে কোন সাড়া পাওয়া যায়নি ।
উল্টো রুহুল কবির রিজভী আহমদ জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
বিএনপির এমন সিদ্ধান্ত সাধারন মানুষ তো বটেই , খোদ নিজ দলের নেতাকর্মীরাই ভালো চোখে দেখছেন না । তারা মনে করছেন , বিশ্ব ইজতেমার সময় অবরোধ প্রত্যাহার না করলে ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত দেয়া হবে যা বৃহত্তর আন্দোলনের জন্য ভালো ফল বয়ে আনবে না । জানা গেছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জোটসঙ্গী জামায়াতে ইসলামীর চায় না বলেই বিএনপি নেত্রী অবরোধ প্রত্যাহার করছেন না ।
এদিকে দেশব্যাপী চলা টানা অবরোধের তৃতীয় দিনে ঝটিকা মিছিল, কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে গাড়ি ভাঙচুর করা হলেও স্তস্ফূর্ততা নেই । জনগণের দুর্ভোগ ছাড়া এই অবরোধ থেকে বিএনপি কি এমন আদায় করতে পারবে তা নিয়েই এখন প্রশ্ন মানুষের?
আপনার মন্তব্য