সিলেট, বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০১৫

০৮ জানুয়ারি, ২০১৫ ১৩:৫৬

শুক্রবার সিলেটে পিঠা উৎসব

সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে মীরের ময়দানের শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণ হবে এই উৎসব

সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে নগরীর মীরের ময়দানের  শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণ প্রতিবছরের মত এবারও দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে । বাংলার চিরায়ত ঐতিহ্য পৌষের রকমারি পিঠার স্টল থাকবে এতে ।

আয়োজকদের অন্যতম সুমন্ত গুপ্ত সিলেটটুডে২৪.কম কে বলেন, পিঠা উৎসবে রকমারি পিঠার স্টলের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের । এতে 
থাকছে সম্মেলক পরিবেশনা , আবৃত্তি, গান , আসছেন ফরিদপুর থেকে লোকসংগীত শিল্পী শ্যামল পাল, কুষ্টিয়ার থেকে ফকির আব্দুল কুদ্দুস আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে  ছোট্ট বাউল সাগর এর পরিবেশনা ।
 
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই উৎসব
রাত ৯ টা অবধি চলবে ।

ওয়ালটন মোবাইলের সহযোগিতায়  আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিতে সবার প্রতি আহবান জানিয়েছে শ্রুতি ।



আপনার মন্তব্য

আলোচিত